Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে নিম্নে উল্লেখিত সেবা সমূহ প্রদান করা হয়।

(1)    সেকায়েপ প্রকল্পভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও হত-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। উপবৃত্তি পাওয়ার জন্য প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ইউনিয়ন ভিত্তিক পিএমটি বুথে উপস্থিত হয়ে পিএমটি ফরম পূরনের মাধ্যমে উপবৃত্তির অর্ন্তভুক্ত হতে হয়।

(2)   উচ্চ মাধ্যমিক পযায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্পভুক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্য থেকে 40% হারে দরিদ্র ছাত্রদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ছাত্রী বাছাই কমিটি কর্তৃক 40% দরিদ্র ছাত্রী নির্বাচিত হয়।

(3)   মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমরত শিক্ষকবৃন্দের প্রশিক্ষনের তালিকা তৈরী েএবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষনের আয়োজন করা অথবা প্রশিক্ষনের জন্য নির্দিষ্ট প্রশিক্ষন কেন্দ্রে প্রেরন করা। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক তালিকা প্রেরনের মাধ্যমে প্রমিক্ষনের জন্য নির্বাচিত হতে পারেন।

(4)   উপজেলার অর্ন্তগত প্রকল্পভু্ক্ত সকল শিক্সা প্রতিষ্টানে ছাত্র/ছাত্রীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার জন্য টু-ইন-ল্যাট্রিন ও গভীর/অগভীর নলকুপ স্থাপন। শিক্ষা প্রতিষ্টান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে আবেদনের ভিত্তিতে টু-ইন-ল্যাট্রিন ও গভীর/অগভীর নলকুপ পেয়ে থাকেন।

(5)   অধিকতর দুবল শিক্ষার্থীদের ভাল ফলাফল অজনের জন্য সেকায়েপ প্রকল্পের সহায়তায় অতিরিক্ত ক্লাস কাযক্রম পরিচালিত হয়্।  এস,এস,সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত ক্লাস পরিচালনার জন্য প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।

(6)   মাধ্যমিক পযায়ে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার পাঠদানে উৎসাহিত করার জন্য প্রতিষ্ঠান উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠান উদ্দীপনা পুরস্কার পাওয়ার জন্য ভাল ফলাফল করতে হবে।

(7)   বিনামূল্যের পাঠ্য পুস্ক বিতরন করা হয়, ইবতেদায়ী (১ম-৫ম) এবং মাধ্যমিক পযায়ে বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায়  (৬ষ্ঠ-৯ম/10ম) শ্রেণীর ছাত্র/ছাত্রীদের মাঝে। শিক্ষার্থীবৃন্দকে পাঠ্য পুস্তক পাওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সময়মত ভর্তি হতে হবে।